WestBengalBangla

Feb 16 2024, 11:39

কলকাতা প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিত্র প্রদর্শনী

খবর কলকাতা: কলকাতা প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরস্বতী পুজো ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ডেকার্স লেনের পাশে। এই ছবির প্রদর্শনীতে গত ১৪ তারিখ ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস সহ কুনাল ঘোষ, রবীন দেব , বিমান বসুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও বাংলার ক্রিকেট অধিনায়ক মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার , শীবশঙ্কর পাল , প্রাক্তন ভারতীয় ফুটবলার ও বিধায়ক বিদেশ বসু সহ আরও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন।

এই ছবির প্রদর্শনী এতোই জনপ্রিয় হয়েছে যে, ১৪ এবং ১৫ তারিখের নির্ধারিত সূচির বাইরেও সকলের অনুরোধে আরও এক দিন বাড়িয়ে অর্থ্যাৎ আজ ১৬ তারিখ পর্যন্ত চলবে ।

ছবি : কলকাতা প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সৌজন্যে।

WestBengalBangla

Feb 16 2024, 11:28

মিষ্টির দোকান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার

এসবি নিউজ ব্যুরো: শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রার বাজার সংলগ্ন একটি মিষ্টির দোকান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই মিষ্টির দোকানের সিঁড়ি ঘরের তলায় মজুত করা ছিল বিপুল পরিমাণে তাজা বোম৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস। ইতিমধ্যেই বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কি কারনে মিষ্টির দোকানে বোমা গুলি রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ পুলিশ।

WestBengalBangla

Feb 16 2024, 11:27

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করল বনদপ্তর

এসবি নিউজ ব্যুরো: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাঁকুড়া উত্তর বন বিভাগ এই মুহুর্তে সব মিলিয়ে মোট ৫৩

টি হাতি অবস্থান করছে । বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড়, গঙ্গাজলঘাটি রেঞ্জের হাতির অবস্থান বড়জোড়া রেঞ্জের বড়জোড়া-৯টি,দক্ষিণ সরাগড়া-৫টি,মাঝমুড়া-১টি,বেলিয়াতোড় রেন্জের জোড়শাল-২টি,লাদুনিয়া-৪টি,সাতখুলিয়া-১টি,আমলাতোড়-১টি,জি.ঘাঁটি রেঞ্জে কাল্লাপুর-১টি সহ বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২৮ হাতি। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। গত মাসে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটেছে দুই দুটি প্রাণ হানির ঘটনা। তাই জঙ্গল লাগোয়া গ্রামগুলির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করল বন দফতর। পাশাপাশি বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতেরও ব্যবস্থা করছে বন দফতর।

শুক্রবার সকালে প্রথম দিনের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময়

গ্রামগুলির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে।হাতি উপদ্রুত বাঁকুড়ার জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রকে বিপদ প্রবণ হিসাবে চিহ্নিত করেছে বন দফতর। বড়জোড়া হাইস্কুল, বেলিয়াতোড় হাইস্কুল ও গদারডিহি হাইস্কুল সহ ১৪ টি পরীক্ষাকেন্দ্রে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে প্রায় ১২০ পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। জঙ্গলের রাস্তাগুলিতে যথেষ্ট সংখ্যক হুলা পার্টিও মোতায়েন করা হয়। পাশাপাশি জঙ্গল লাগোয়া ১০ টি গ্রাম থেকে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করেছে বন দফতর। এরজন্য বনদপ্তর ও জেলা প্রশাসনের তরফ থেকে মোট ৩০ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারে তার জন্য ইলেকট্রিক ফেন্সিং রয়েছে এমন রুটকেই চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র সেই রুট ধরেই পরীক্ষার্থীদের নিয়ে গাড়িগুলির যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে।

বাঁকুড়ার পাবোয়া, ডাকাইসিনি, কালপাইনি সহ জঙ্গলঘেরা বিভিন্ন গ্রামে সারা বছর হাতির দলের তাণ্ডব লেগে থাকে। হাতির হানায় ফসলের ক্ষতি, বাড়িঘর ভাঙা এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার আগে বন দফতরের এমন উদ্যোগে অনেকটাই স্বস্তিতে পরীক্ষার্থীরা। অনেক নিশ্চিন্ত মনে তারা এবার পরীক্ষায় বসা এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন বলেই দাবি করেছেন পরীক্ষার্থীর সহ অভিভাবকরা।

WestBengalBangla

Feb 15 2024, 18:27

নেশা করায় মানসিক অবসাদের কোপে পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক

এসবি নিউজ ব্যুরো: যত দিন যাচ্ছে ততই বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে যুবসমাজ, আর সেখানেই নিজের জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ভুলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে নেশায় আসক্ত হওয়া যুবকেরা। এবার প্রতিনিয়ত নেশা করায় মানসিক অবসাদের কোপে পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ৩৮ বছর বয়সী এক যুবক।

স্ত্রী সন্তানদের মুখে একবেলা অন্য জোগাড় করতে না পারলেও নিজের নেশার টাকা ঠিক জোগাড় করে প্রতিনিয়ত নেশা করত নদীয়ার কৃষ্ণনগর রোড গোডাউন পাড়া এলাকার যুবক বিশ্বজিৎ রায়। পরিবারের দাবি, তারা ভোর বেলায় ঘুম থেকে উঠে দেখেন ওই যুবক ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতরে রয়েছে। খবর দেয় পুলিশকে, পুলিশ গিয়ে ঝুলন্ত দেহে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

যুবকের কাকার দাবি, সংসারে তার ছোট ছোট দুটি সন্তান রয়েছে, পেশায় ইলেকট্রিশিয়ান। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পরে সে, আর তার কারণে প্রায়শই মানসিক অবসাদে ভুগছিল। এই আত্মঘাতির পেছনে নেশায় কাল বলে জানাচ্ছেন পরিবার। বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে যুবকের মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার।

WestBengalBangla

Feb 15 2024, 18:25

সুকান্ত মজুমদারের ওপর পুলিশি আক্রমণের অভিযোগে ব্যারাকপুরে মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বসিরহাটে এসপি অফিস অভিযান কর্মসূচি নিয়েছিল বিজেপি। একের পর এক ব্যারিকেড ভেঙে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এস পি অফিসের দিকে এগোতেই গন্ডগোল বাধে। পুলিশি বাধায় দুপক্ষের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি বেধে যায়।

অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে আহত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতা-কর্মীরা। সুকান্ত মজুমদারের ওপর আক্রমণের অভিযোগে বৃহস্পতিবার রাজ্য জুড়ে এসপি অফিস কিংবা পুলিশ কমিশনারেট অফিস অথবা মহকুমা শাসকের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি।

এদিন বেলায় ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন বিজেপি কর্মীরা। সেখানে তারা কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপির মুখপাত্র শীলভদ্র দত্ত প্রমুখ।

WestBengalBangla

Feb 15 2024, 18:23

প্রশাসনের অকর্মন্যাতা মানুষ দেখে ফেলবে মানুষ: দিলীপ

এসবি নিউজ ব্যুরো: প্রশাসনের অকর্মন্যাতা মানুষ দেখে ফেলবে মানুষ।খড়গপুরে তাই সন্দেশ খালিতে কাউকে যেতে দিচ্ছে না খড়গপুরে বললেন দিলীপ ঘোষ। কিন্তু এটা বেশিদিন চলবে না, গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রে কাউকে রোখা যায় না। কেন্দ্রীয় প্রতিনিধি যাবে আসবে ওখানে দেখতে।

জায়গাটাও এমন একটা জায়গায় নদী পার হয়ে যেতে হয়, তাই সবাই যেতেও পারে না অনেক সময়। নির্বাচন হলেই পশ্চিমবাংলায় মানুষের মৃত্যু ঘটে।তাই লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন বাংলার জন্য বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন।

WestBengalBangla

Feb 15 2024, 18:22

সন্দেশখালি ঢোকার ৬ কিলোমিটার আগে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়কের বাস আটকে দিল পুলিশ

উত্তর ২৪ পরগনা: সুকান্তর পর শুভেন্দু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু'নম্বর ব্লকে সন্দেশখালি উত্তপ্ত হয়েছে। বিরোধীরা সন্দেশখালিকে সামনে রেখে ২০২৪ সালে লোকসভা ভোটের ফায়দা তুলতে যাচ্ছে। বাদ নেই সিপিএমও।আজ বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী ,শঙ্কর ঘোষ অর্চনা মজুমদার, চন্দনা বাউরী সহ একাধিক বিধায়ক ও বিজেপি নেতৃত্ব সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্য ছিল।

ধামাখালি সরবেড়িয়া লস্কর পাড়ায় তাদের গাড়ি আটকে দেয় পুলিশের এসডিপিও আমিনুল ইসলাম, বলেন ১৪৪ ধারা জারি আছে। ওখানে গেলে নতুন করে অশান্তি তৈরি হতে পারে। গন্ডগোল হতে পারে যেতে দেওয়া যাবে না শুভেন্দু অধিকারী বলেন,"আমরা গেলে সমস্যা কোথায়। তখন তিনি বলেন ১৪৪ ধারা জারি রয়েছে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী হুমকি দেন রাজ্য মমতা পুলিশের বিরুদ্ধে আগামীকাল আদালতে যাব আপনার নাম পরিচয় জেনে নিলাম। রীতিমতো পুলিশকে হুমকি দেন। তারপরে বিধায়কদের নিয়ে রাস্তার উপরে বসে পড়েন প্রায় দু'ঘণ্টা অতিক্রম হয়ে গিয়েছে এখনও বসে আছেন শুভেন্দু অধিকারী ।

চারিদিকে বসিরহাট জেলার পুলিশ আধিকারিকরা ।তাকে ঘিরে রেখেছে বাস থেকে নেমে স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি রাস্তার উপর বসে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। রাস্তার উপর বসে পড়ায় ধামাখালি সরবেড়িয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সংযোগস্থলে এই গুরুত্বপূর্ণ রাস্তায় পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ে ।যার ফলে সাধারণ নিত্যযাত্রী থেকে গ্রামবাসীরা ধানের জমি মাঠের মধ্য দিয়ে প্রায় চার কিলোমিটার ঘুরে আবার বাস ও ছোট গাড়ি ধরার জন্য রওনা দেন।

সন্দেশখালি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্থায়ী কর্মদক্ষ দীপা পোদ্দার বলেন," সন্দেশখালি শান্তির জায়গা। উনি আগুনে ঘি দিতে আসছেন ।নতুন করে উত্তেজনা তৈরি হবে। আজ কিছু মহিলাদের পিছন থেকে উস্কে দিয়ে বিরোধীরা রাজনৈতিকভাবে সন্দেশখালিকে কালিমালিপ্ত করতে চাইছেন। তাদের উদ্দেশ্য সফল হবে না"।

WestBengalBangla

Feb 15 2024, 18:20

বন্ধুদের সঙ্গে মারপিটে জড়িয়ে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিশহরে মৃত যুবক

উত্তর ২৪ পরগনা: বন্ধুদের সঙ্গে মারপিটে জড়িয়ে দৌড়ে পালানোর সময় হুকিং বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার গভীর রাতে হালিশহর জেটিয়া থানার বালিভাড়া রামপ্রসাদ পল্লীর ঘটনা। মৃত যুবকের নাম অরিজিত বিশ্বাস(২৮) ওরফে বান্টি। স্থানীয়দের দাবি, অনেক রাতে একদল যুবক লাঠি হাতে রামপ্রসাদ পল্লী এলাকার মোড়ে আসে। ওখানে বান্টিকে ওরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আক্রমনকারীদের হাত থেকে বাঁচতে নিচু জলাজমির মধ্য দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সেখানে বিদ্যুৎতের খুটি থেকে নেওয়া হুকিং-এর তারে শক লেগে জলের মধ্যে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারন জানা যাবে। তবে অভিযোগের আঙ্গুল উঠেছে মৃত যুবকের বন্ধুদের দিকেই। ঘটনার তদন্তে জেটিয়া থানার পুলিশ। স্থানীয় কয়েকজন যুবককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

WestBengalBangla

Feb 15 2024, 18:16

ঝাঁটা হতে এস.পি অফিস ঘেরাও বিজেপির

এসবি নিউজ ব্যুরো: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে, ঝাঁটা হাতে এবং টায়ার জ্বালিয়ে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপির। গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনার ধিক্কার জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও বিজেপি মহিলা মোর্চার। এদিন বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল সহকারে এস.পি অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দেখানো হয়।

বিক্ষোভের শুরুতে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তধস্তি হতেও দেখা যায় আন্দোলনকারীদের। দীর্ঘক্ষণ চলতে থাকি এ ধরনের বিক্ষোভ। বিক্ষোভ থেকে একটি শব্দ প্রতিধ্বনিত হয় পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো। সন্দেশখালি তে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে বলেও জানান বিজেপি কর্মী সমর্থকরা।

WestBengalBangla

Feb 15 2024, 18:15

নদীয়ার কল্যাণীতে সেচমন্ত্রীর গাড়ি ঘিরে বিজেপির বিক্ষোভ

এসবি নিউজ ব্যুরো: হুগলির উদ্দেশ্যে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাধার মুখে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।উঠল চোর চোর স্লোগান । উল্লেখ্য সন্দেশখালির ঘটনায় তোলপাড় গোটা রাজ্য, বিজেপির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকরা। ঠিক তেমনি বৃহস্পতিবার নদীয়ার কল্যাণীতে একই কর্মসূচি করে বিজেপি।

সন্দেশখালীর ঘটনায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে, সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তখনই মন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা। যদিও বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে মন্ত্রীকে যাওয়ার জন্য রাস্তা করে দেন।

এই ঘটনায় সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "বিজেপি চক্রান্ত করে লোক ভাড়া করে এই নোংরামো করছে। সন্দেশখালির ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আরও তদন্ত চলছে এখন শান্ত সন্দেশখালি। কিন্তু বিজেপি উস্কানি দিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছে।"